Update
#
#

প্রিয় শিক্ষার্থী, শিক্ষাবর্ষের শুরুতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। তোমরা জানো যে, সর্বশক্তিমান মহান আল্লাহপাকের অশেষ মেহেরবাণীতে প্রতিষ্ঠাকাল থেকে অতি অল্প সময়ের মধ্যে "আল-আমানাহ্ মাদরাসা” একটি আদর্শ, যুগোপোযোগী ও সৃজনশীল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ ঈমান-আক্বিদা ও দ্বীনের পরিপক্ক জ্ঞান দানের পাশাপাশি সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে "আল-আমানাহ্ মাদরাসা” নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সুযোগ্য পরিচালনা পর্ষদ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সচেতন অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের সমন্বিত নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, আলহামদুল্লিাহ্। "শিক্ষা জাতির মেরুদণ্ড” কথাটির প্রচলন থাকলেও সার্বিক অর্থে তা পরিপূর্ণ নয় বরং “ওহীনির্ভর যুগোপোযোগী শিক্ষাই জাতির মেরুদণ্ড" যা যুগের চাহিদা মেটাতে ও আদর্শ মানুষ তৈরি করতে সক্ষম। "আল আমানাহ্ মাদরাসা” জাতীয় শিক্ষা কারিকুলাম ও সিলেবাসকে সমন্বয় করে তৈরি করা হয়েছে। এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পাশাপাশি হাফেষে কোরআন হওয়ার গৌরব অর্জন করবে ইনশা আল্লাহ। পরিশেষে সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের কাছে আমাদের প্রত্যাশা মাদরাসাকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।